img

খুব অল্প সময়েই বলিউডে নিজের আলাদা একটি অবস্থান তৈরি করেছেন বরুণ ধাওয়ান। অভিনয়ের পাশাপাশি তিনি নাচের জন্যও প্রশংসা কুড়িয়েছেন। এবার রেমো ডি’সুজার নাচনির্ভর বিগ বাজেটের ছবিতে কাজ করতে যাচ্ছেন ‘দিলওয়ালে’খ্যাত এ তারকা। এতে বরুণ প্রথমবার জুটি বাঁধছেন বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফের সঙ্গে। সম্প্রতি ছবিটির নায়ক-নায়িকা ও মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। কিন্তু পরিচালক ছবির নাম এখনো সারপ্রাইজ হিসেবেই রেখে দিয়েছেন। তবে ধারণা করা হচ্ছে, এটি হতে যাচ্ছে ‘এবিসিডি’ সিক্যুয়ালের তৃতীয় কিস্তি ‘এবিসিডি থ্রি’। রেমো ডি’সুজা বলেন, ‘নতুন ছবিটিতে বরুণকে নিয়ে কাজ করছি। যে বর্তমানে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ভালো নাচ করেন। ছবিটিতে ক্যাটও রয়েছেন। তিনি বহুমুখী নাচ দিয়ে নিজেকে অনেকবার প্রমাণ করেছেন।’

নতুন এ ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ক্যাটরিনাও। তিনি বলেন, ‘রেমোর নতুন প্রজেক্টে যুক্ত হতে পেরে খুবই ভালো লাগছে। বরুণ চমৎকার আবেগ দিয়ে পর্দায় নিরলসভাবে জাদু দেখাতে পারেন। নিঃসন্দেহে এটি ২০১৯ সালের সবচেয়ে আলোচিত ছবি হতে যাচ্ছে। ছবিটির জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

জানা গেছে, ছবিটি প্রযোজনা করছেন ভূষণ কুমার। ক্যাটরিনা-বরুণ ছাড়াও এতে অভিনয় করবেন প্রভুদেবা, রাঘাভ জুয়েল, ধর্মেশ ইয়েল্যান্ডে ও পুনিত পাঠক। চলতি বছর ছবিটির শুটিং শুরু হবে। আর মুক্তি পাবে ২০১৯ সালের ৮ নভেম্বর।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এই বিভাগের আরও খবর